501+ Bengali Caption For FB, Instagram DP for girls & Boys | Attitude Caption Bangla

Bengali Caption For FB: In the modern era, there is no better platform than social media to make yourself known to the public. A star man can express his thoughts, feelings and his own interests through this social media. Along with your photo in Facebook or Instagram account, a captivating and elegant caption (best bangla caption, Bengali Caption For FB, attitude caption bangla) increases its importance to a large extent.

A good caption carries the identity of a person’s elegant taste and personality. Coloring the lives of people in the colors of every kind of emotion. Decorate the branch of that colorful feeling with some lovely captions like the ones mentioned below which will beautifully highlight the different aspects of life:

bengali caption
bengali caption

Bengali Caption For FB

আমি বিশ্বাস করি যে,

কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে

জগতের কোনো শক্তিই তাকে

বঞ্চিত করতে পারেনা।

চলে যেতে হবে ফের। স্রেফ এটুকুই বলে যাবো, শোনো…

তোমার হৃদয়ের আড়ালেই আছি। খুঁজে দেখেছো কখনো?

সম্পর্ক রক্তের বাঁধনে নয়

অনুভূতির বাঁধনে তৈরি হয়

যেখানে অনুভূতির বন্ধন থাকে

সেখানে পর ও আপন হয় ।

প্রতি নিঃশ্বাসে কেঁপে ওঠে মন। সবই তোর নোলকের দায়।

তুই ছুঁয়ে দিলে জখমেরা আজও প্রজাপতি হয়ে উড়ে যায়।

বিশ্বাস অর্জন করা অবশ্যই এক কঠিন কাজ তবে 

সেই অর্জিত বিশ্বাস যদি ভেঙে যায় তবে 

সেটিকে পুনরায় অর্জন করা অধিকতর কঠিন কাজ।

শুনে আসি চলো, যমুনার ধারে-

যে প্রেম ধ্বনিত হয়। হৃদয়বেতারে…

বন্ধু চল রোদ্দুরে ,মন কেমন মাঠ জুড়ে

খেলব আজ ওই ঘাসে

তোর টিমে তোর পাশে!

bengali caption

দুমড়ে মুচড়ে পড়ে থাকে কাগজ। চিঠিরা পিছুটানে ছোটে

শরীর ক্রমে মিশে যায় ছায়ায়। দুটো ঠোঁট নড়ে ওঠে

সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা নয়

সম্পর্ক এমন হোক যেন কাছে না 

থেকেও পাশে থাকার অনুভূতিটা হয়;

কালকে যতটা ভরসা ছিল

আজ কেও যেন ততটাই রয়।

অদম্য ঝড় বুকে নিভে গেলে বাতি-

তুমি তার দুঠোঁটের চুম্বনে কাতিল

সুখের কথা তারেই বলো, দুঃখে যেজন বোঝে তোমায়;

দুঃখের কথা তারেই বলো ব্যথায় যেজন হাসায় তোমায়।

নিঃশব্দে হেঁটে এসে মিছিলের পাশে,

আমাকে বিপ্লব শিখিও, আদরের ক্লাসে

যদি ফিরে যাওয়া যেত চেনা পৃথিবীতে, বন্ধুর হাত ধরে চেনা আড্ডা তে,

যদি ফের উৎসবে মিলতাম সবে!….আজকে হয়নি তো কী ?একদিন হবে !

ঘুমের থেকে দুহাত দূরে… চোখের মায়ায় জাল বুনে-

তোমায় এবার পলাশ দেবো। এই বসন্তে ফাল্গুনে

এই বিশ্বাস সর্বদা রাখা উচিত যে জীবনের খারাপ সময়গুলো 

কেটে গিয়ে একদিন ভালো সময় আসবে; যেমন অন্ধকার 

কেটে গিয়ে নতুন প্রভাতে সূর্যোদয় হয়।

আততায়ী মনের সরোবরে ভাসিয়েছি নাও,

চুল খুলে এসো। যদি হৃদয়ে ডুবে যেতে চাও।

Bengali Caption For FB

কাছে আসার চেষ্টা। তবুও দূরত্ব বেড়ে যায় মনের

তুমি তো গ্যালোপিং ট্রেন। দাঁড়াওনা আমার স্টেশনে

মাঝসমুদ্রে কবেই ডুবে গেছে মন। এখনো খোঁজ মেলেনি জাহাজেরও।

তবুও তোমার চুলের সুবাস পাই। বিকালে যে রাস্তা দিয়ে ফেরো।

বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না ; 

যাদের সাথে হয় তারাই বিশেষ হয়ে যায়।

বইয়ের পাতায় ডুব দেয় ছবি। সোহাগ ঢাকে চাদরে। গোপনে-

গাছের কোটরে তুলে রাখা মন। চুপ করে তোর কথা শোনে।

পৃথিবীর শ্রেষ্ট প্রাণী বলতে বোঝায় মানুষ, 

যেমন তুমি আমি আমরা সবাই, 

পার্থক্য শুধু একটাই আমাদের মানসিকতায়।

কেউ বলে বন্ধু বড়

কেউ বলে ভালোবাসা বড়

আসলে যে সম্পর্কটা বজায় রাখে

সেই মানুষটাই সবথেকে বড়।

attitude caption bangla

গাছের পাতায় লুকোয় বিকেল। কেইবা আর তার খোঁজ নেবে…

মিষ্টি হাসির আড়াল থেকে বলছি তোমায়, তুমি কি আমায় মন দেবে?

বয়সের সাথে সাথে বন্ধুর সংখ্যা কমে যায় ঠিক ই, 

তবে শেষে জে কটি বন্ধু থেকে যায় তাদের প্রত্যেকেই খাঁটি সোনা ।

আবেগের সুতোয় জড়িয়ে যাক ভালোবাসা। দুটো মন হয়ে যাক চুরি।

সব প্রেমিকের ছাদে আজ এসে পড়ুক, প্রেমিকার নাম লেখা কাটাঘুড়ি।

হৃদয় এর ভাষা বুঝে বড় দেয়,

ভুল করে কেউ প্রেমে পড়ে যায়,

যদিও এই কথা মিথ্যা নয়,

ভালোলাগা শেষে ভালোবাসা হয়।

তবুও ভালোলাগা আর ভালোবাসা এক নয়।

সিঁড়ি ভেঙে নেমে আসতেই, টের পেলে, শরীরের ঘ্রাণে।

আজও তুমি ঘুরে বেড়াও, আমার ভেতর, চায়ের বাগানে।

হে ঈশ্বর তুমি আমায় এমন শক্তি দাও

যাতে আমার বিশ্বাস কখনো ভেঙে না পড়ে।

দূরে পালিয়ে কি লাভ?পাশে এসে বোস।

তুইতো শুধু আমার। অন্য কারো নোস।

Bengali Short Caption For FB, Instagram, DP for girls & Boys

attitude caption bangla
attitude caption bangla

এ কোনো তারিখ নয়। মৃত্যুসংবাদ।

কিছু গানের সুরও যেন একপ্রকারের সুরা

আমার মধ্যে তুমিই থাকো, যেমন সুনীলের মধ্যে নীরা।

এ দিনে এ তারিখেই এসে দেখে যেও-

ব্যর্থ ছেলের ক্ষমতা। অথবা সৎকার

কেটে যাওয়ার অপেক্ষায়,

নেশা, মায়া, মোহ, টান, আবেগ, ঘুড়ি

bengali caption

সারাগায়ে জমেছে আঘাত।এখনো কাটেনি ঘোর…

হৃদয় নিয়ে ছুটেছে বহুদূর, ‘ভালোবাসা’ চোর

অবসাদ গিলে খায় ব্যর্থ পাখিদেরই ডানা

শিরা তো শাখানদী সারারাত কেটেছে সময়

ভেসে আসা মৃতলোকের পোড়া ছাই

মৃত্যুর পর আমাকে চিতাকাঠে শুইয়ে রেখো তোমার ঠোঁটে।

কেউ এসে নিয়ে যাক মিছিলের দিকে

নিজের কষ্ট অনুভব করা জীবিত থাকার প্রমাণ

অপরের কষ্ট অনুভব করা মানুষ হবার প্রমাণ ।

এভাবেই কাটছে সময় দুবেলা শিরার উপর।

অনুভব করে দেখো আমার ক্লান্তির স্পর্শ।

Bengali Caption For FB

অন্য কোনও ঠোঁটের স্পর্শে আমি বারংবার জ্বলে উঠবো…

যারা দূরে থেকেও রাখে খোঁজ

তাদের ই জন্য বাঁচি রোজ।

মানুষ আজও পুড়ে যায়। নির্দ্বিধায় নীরবে…

ভেঙে মন শব্দ হলেই, নিজেরই টুকরো কুড়োয়…

জামা বেয়ে গড়িয়ে পড়ে শব্দ, ঝুপ করে নদীতে।

কবিতার বেঁধে দেবো ছন্দ,আর তোমার চুলে ফিতে।

বুকের ভিতর তো লুকিয়ে রাখা উষ্ণপ্রস্রবণ।

মানুষ আজও আদিম। আজও নিরুপায়…

দাবানল ছড়িয়ে পড়ে,নেভাবে কার সাধ্যি।

হৃদয় আগুন লাগলে, আমি কান্নার সাথ দি।

attitude caption bangla

পুতুলেরা রঙ মাখুক গালে। মানুষ মন নিয়ে খেলুক।

এ বুকে ঝড় উঠলে সামলে নেবেন শঙ্খ ঘোষ’ই

তোকে চোখে চোখে রাখবো বলেই ভীড়ে মিশে থাকি

আপন হতে সময় লাগেনা বিশ্বাস অর্জন করতে সময় লাগে।

স্মৃতি গুলো গুঁড়ো করে ভরে রেখেছি বেদনার শিশিতে।

আমার মৃতদেহের পাশে, ঠোঁটের অটোগ্রাফ।

অভিমান ক্রমশই ঘন হয়। ইশারাও বুঝে নেয় বোবা পাখিদের মন।

bengali caption

নিজে কষ্ট পাওয়ার জন্য অন্যকেউ নয় নিজের মন দায়ী।

ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই – 

এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে ।

তোমায় ভুলতে সময় নেবো,আর বড়জোর মাসতিনেক।

যদি সন্ধ্যে নেমে আসে হাতে

প্রশংসা করার সাহস সবার আছে, 

সত্য বলার সাহস সবার থাকেনা।

শব্দ কেটে শব্দের উপর বসাই।

 সময়ের সাথে সাথে নিজের ইচ্ছেকে পরিবর্তন করা যায়,

চরিত্রটা অপরিবর্তিতই থেকে যায়।

শরীরের ক্ষত জুড়ে আল্পনা এঁকে প্রিয়,

তোমাকে খোদাই করে কেঁদেছে ছেনিও..

Bengali Caption For FB

তোমার বহুরূপীতা দেখে আমিও বেশ মুগ্ধ।

নিজের মতো করে একলা থাকতে পছন্দ করি,

 কারণ নিজেকে খুঁজে পাই তখন।

 আমার হৃদয়ের গোধূলি রঙ মেখো

এভাবে বিলীন হয় নক্ষত্রেরা,

ফাঁকা পড়ে থাকে হৃদয়ের ঘরগুলো।

 প্রেম যদি সত্যি হয় তবে নিখুঁত না হলেও চলবে।

ভালোবাসা তো “নিষিদ্ধ ধুমপান”

Bangla Caption For Facebook

Bengali Caption For FB
Bengali Caption For FB

 মুখোশ দিয়ে মুখের ভাষাকে ঢাকা গেলেও 

চোখের ভাষাকে কখনোই আড়াল করা যায় না

কেউ বিশ্বাস করে কেউ করে না ,

যে বিশ্বাস করে সে ও সত্য মিথ্যার যাচাই করে না ,

আর যে অবিশ্বাস করে সে ও না ।

বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটি নির্ভর করে মানুষের খুশির ওপর।

যন্ত্রণার বাদ্যটি বেজে ওঠে দূরে। তারপর থেমে যায়, জানি..

তোমার দেওয়া আঘাতগুলো ফুল হয়ে, ভরে থাকে ফুলদানি।

তোমার এক চোখে রোদের আকাশ ,

অন্য চোখে ছায়া, তোমার জন্য বুকের ভিতর ঝরছে শুধু মায়া,

হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি,

আমার চেয়ে তোমায় আমি বেশি ভালোবাসি।

attitude caption bangla

দুঠোঁটে গড়ে তুলে চীনেরপ্রাচীর..

দুজনে আজও মৃত হয়ে বেঁচে আছি।

অনেক দিন পর, আবার চেনা মুখ… 

বন্ধু কি খবর, মুহূর্তরা বলুক

সব ভালোলাগা মানেই যদি ভালোবাসা হতো তাহলে 

পৃথিবীতে ভালোবাসার অভাব ঘটে যেতো।

নিঃস্ব আগুনের বুকে জমা রেখে প্রিয় কিছু প্রাণ,

খিদের চৌকাঠ পেরিয়ে শুধু মৃতদেহ চেয়েছে শ্মশান।

বয়স বাড়ে -আয়ু কাড়ে

হাসির দৈর্ঘ্য ছোট হয় ,

সম্পর্ক মরে -স্মৃতি গড়ে

এরই নাম জীবন বোধহয়।

নীরবে ভিজেছে চোখ। ভিজেছে দু-গালই,

তোমাকে ভোলার চেষ্টায় জারি রেখে তালিম

মানুষের জীবনে সবচেয়ে অবসাদকারি 

জিনিস হলো আন্তরিকতাহীনতা।

ভালোবাসা মানে ভালো লাগা নয়,

ভালো লাগলেই কাউকে ভালোবেসোনা।

কারণ ভালোলাগা হয় আকর্ষণ থেকে,

আর ভালোবাসা স্বর্গ থেকে।

Bengali Caption For FB

শুধু আকাশের সুখ তারা,

রাতের আকাশে জোসনা হয়ে দেও আমায় পাহারা।

ভোরের স্নিগ্ধ মাতাল হাওয়া যার

স্পর্শে আমি হয়ে যায় দিশেহারা।

তোরা হাত ধর , প্রতিজ্ঞা কর …

চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি 

‘বন্ধু ”কথার মর্যাদাটা রাখবি !

নিজেকে আবিষ্কার করতে হলে, অর্থের সাথে নিজের 

শিল্পকলাকে তুলনা করা থেকে বিরত থাকতে হবে।

আমিও ডুবে যেতে রাজি, আজই..

যদি মন ডুবে যেতে চায়, বিষণ্ণতায়

তোমার কথা তোমার হাসি অনেক বেশি ভালোবাসি,

তোমার যাওয়া তোমার আসা মনে জাগে ভালোবাসা,

তুমি যদি থাকো পাশে মনে হয় যেন সব আছে,

তাই চাই তোমার ভালোবাসা একদিন না, দিনের পর দিন।

attitude caption bangla

চোখ থেকে নেমে, ঠোঁট বেয়ে, মাটিতে মিশে যাবে-

কয়েকফোঁটা কান্না সহ; মোহ, মায়া, টান, আবেগ..

অন্য মানুষের থেকে নিজেকেই বেশি বিশ্বাস করা উচিত । 

একটি মানুষের কি করা উচি‌ৎ, 

সেটি তার চেয়ে ভালো আর কেউ বুঝবে না।

বহিষ্কারের মতো ভয়ঙ্কর, অপমানজনক ও হতাশাকর

 জিনিস আর কিছুই হতে পারে না।

বুকের ভেতর দগদগে ঘা। ঠোঁটে হাসি। আর হাতে রাখা ফুলের তোড়া।

ক্ষতের উপর পরিচিতেরা ছিটিয়েছে নুন। সান্ত্বনা দিয়েছে বহিরাগতরা।

এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন,

জানিনা যে এই জীবনে কে হবে আপন,

মনের মত চাই তারে চাই তার মন,

হবে কি তুমি আমার কাছের একজন।

কোনো এক ফাঁকা বাড়ির নিঃসঙ্গ ছাদে,

খসে পড়া তারাটিও মুখ বুজে একলাটি কাঁদে।

নিজের চিন্তা ভাবনার পরিবর্তনের মধ্যে দিয়েই নিজের 

পৃথিবীকে পরিবর্তন করে নিয়া সম্ভব।

bengali caption

FB Caption in Bengali

bangla caption for facebook
bangla caption for facebook

সফল্যের আসল চাবিকাঠি কাজের 

মধ্যে নয় ব্যাক্তির মধ্যে রয়েছে।

জলের শব্দ শুনে খোলা সব চোখ-

পাহাড় কেটে কেটে লেখে ব্যথার স্তবক

এলোমেলো হয় হোক না তবু আমার এই জীবন

তোমার ওই চোখের অশ্রূতে করেছি আমি আত্মসমর্পণ,

শুধু তুমি আমায় ভালোবাসো অল্প কিছুটাক্ষণ।

বোবার চিৎকার শোনা যায় বুকে। প্রতি রাতে-

এই বুঝি ফিরে এলো সে, যন্ত্রণা হয়ে, সওগাতে..

Bengali Caption For FB

তারাই সুখী যারা নিজেদের ত্রুটি 

মেনে নিয়ে নিজেদের সংশোধন করতে পারে ।

আমি পরিস্থিতির উপর নির্ভর করিনা আমি 

আমার সিদ্ধান্তের উপর নির্ভরশীল।

আরও একটা মন ভেঙে তুমি, তারও-

দু-হাতে তুলে দিলে। ব্যথার স্মারক..

এই পৃথিবীর বুকে যদি তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে,

প্লিজ সেদিন আমাকে একটু খবর দিও,

তোমাকে হাসি মুখে একটি নজর দেখে সারা জীবনের

জন্য তোমার চোখের আড়াল হয়ে যাবো, কথা দিলাম।

সফল মানুষ না হতে পারলেও 

মূল্যবান হতে হতে চেষ্টা করুন।

ঝিরি ঝিরি এই বৃষ্টিতে চলো না তুমি

আর আমি হারিয়ে যাই একসাথে,

কোনো এক স্বপ্নলোকে,

শুধু ভালোবাসি তোমাকে,

কাটিয়ে দিতে চাই সারাটি জীবন।

attitude caption bangla

তোর চোখে লেখা উপন্যাসের সবটা তুই জানতি,

গল্পের শুরুটা ঠিকই ছিলো। শেষটা মর্মান্তিক।

চেয়ে দেখো চাঁদের দিকে, কত কষ্ট তার বুকে।

কখনো মেঘে ঢেকে যাই, কখনো আঁধারে হারায়।

তবু সবকিছু ভুলে হাসে,

কারণ সে আকাশকে ভীষণ ভালোবাসে।

মানুষের মন যা কিছু বিশ্বাস ও ধারণা করতে 

পারে তা সাধন করতে পারেনা।

স্তব্ধতা।বেদনা। আবেগ।দেহ পুড়ে যায়,শ্মশানে…

প্রিয়জন হারানোর শোক, যে হারায় সেই জানে।

আমি সবসময় নিজেক সুখী ভাবি, 

কারণ আমি কখনো কারো কাছে 

কিছু প্রত্যাশা করি না, কারণ প্রত্যাশাই সবসময়ই 

জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় ।

bengali caption

শিক্ষার যেমন কোনো শেষ তেমনি 

প্রচেষ্টার কোনো তুলনা নেই।

চারিদিকে কান্না। ফাঁকা পড়ে থাকে মাঠ।জমি…

ধোঁয়া হয়ে উড়ে যায় ব্যথা।যন্ত্রণাগুলো কমিয়ে।

মেঘলা মনের নীল সাগরে উথাল পাতাল ঢেউ।

হৃদয় নীড়ে দিচ্ছে দোলা ভালোবাসে না কেও।

রাত তাকে ডাকে আমায় কাছে আসে না।

স্বপ্নের মাঝে খুঁজি তারে ধরা দেয় না।

বিশ্বাস এমন একটা জিনিস যা হারিয়ে 

গেলে আর সহজে ফিরে পাওয়া যায় না।

ভালোলাগে চোখে চোখ রাখতে,

 ভালো লাগে তোর সাথে পথ চলতে,

ভালো লাগে তোর সাথে স্বপ্নের জাল বুনতে,

আর এই মন চাই তোকে ভালোবাসতে।

গতকাল ভুলে যাও, 

আজকের জন্য বাঁচো। 

কাল নিজেকে সামলে নেবে।

Bengali Caption For FB

নিজেকে কখনো একা মনে হয় না, 

সবসময় আমার সঙ্গে আমার ভাবনারা থাকে।

তোমার জন্য রইলো আমার স্বপ্নে ভেজা ঘুম।

একলা থাকা শান্ত দুপুর, রাত্রি নিঝুম,

তোমার জন্য রইলো আমার দুষ্ট চোখের ভাষা।

মনের মাঝের লিখে রাখা অনেক ভালোবাসা।

স্বপ্নের শুরু তোমাকে দিয়ে,

ভালোলাগার প্রথম মুহূর্ত গুলো তোমাকে নিয়ে,

নিঃশব্দ রাত কাটে তোমার কথা ভেবে,

তাই হয়তো এ মনের সব ভালোবাসা তোমায় ঘিরে।

এটি আমাদের 

প্রেমের গল্পের পরবর্তী পৃষ্ঠা।

ভেঙে গেলে মন, ঠোঁটে লেগে থাকে গুঁড়ো।

জ্বলেছি কতটা বুঝতে, আমার মত করে পুড়ো।

 ভালোবাসা মানে এক অন্তহীন যাত্রা, 

যার পথ মায়ার বাঁধনে জড়ানো।

হয়তো তোমায় ভালোবেসে করেছিলাম ভুল,

তাইতো এখন দিচ্ছি সেই ভুলেরই মাশুল।

ফুল ভেবে তোমারি শুধু করেছিলাম সাধনা।

তাই বোধহয় সৈতে হচ্চে কাটার যন্ত্রনা।

অভিনন্দনের সুরে জানিয়েছিলে বিদায়।আর…

আমাকে মেরেছিলে তুমি ও তোমার ব্যবহার।

attitude caption bangla

কিছু রাত স্বপ্নের,কিছু স্মৃতি কষ্টের,

 কিছু সময় আবেগের, কিছু কথা হৃদয়ের,

কিছু মানুষ মনের, কিছু ভালোবাসা চিরদিনের।

সহজ পথে সবাই চলে, কঠিন পথকে সহজ করে নিয়ে 

চলতে খুব কম সংখ্যক মানুষ পারে।

একটু একটু প্রেম আর একটু একটু সুখ,

এই ভালোবাসা পেয়ে ভোরে যাক আমার বুক।

অনেক সাধনার পর পেয়েছি তোমায়,

তাই তোমাকে আর হারাতে চাইনা কোনো অবেলায়।

বসন্তের ফুলের মতো 

তোমার আনন্দ ফুটে উঠুক।

কাঠুরের কোনও মন নেই। নেই কোনও মায়া..

যে তোমাকে গাছ ভেবে শুধু খুঁজেছিলো ছায়া।

অনেক বোঝানোর পরেও যে মানুষ বোঝেনা তার 

থেকে নিজেকে সরিয়ে নেয়া বদ্ধিমানের কাজ।

ভালোবাসি তোমায় আমি ভালোবেসে যাবো,

মনের মধ্যে একটা আশা তোমায় আমি পাবো।

bengali caption

রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে যেতে পছন্দ করে, 

কারণ মানুষের মন সবসময় আলোর সাথে খেলা করতে ভালোবাসে।

বৃষ্টি পরে আকাশ জুড়ে, মন যে কাঁদে তোমার তোরে,

বন্ধু তুমি অনেক দূরে, তোমার লাগি পড়ান যে পুড়ে,

এস তুমি আমার তোরে, বাসবো ভালো জীবন ভোরে।

জীবন একটি জলপ্রপাতের মতো – 

সর্বদা চলমান।

বিস্ময়ের আলোর সরণী থেকে অবসন্নতার ঘরে,

তুমি তাকে খুঁজতে থাকো আরও। হারিয়ে ফেলার পরেই।

আমি গোধূলির টানে দিগন্তের অনেক কাছে।

আমি আরো একটু রঙিন তুমি রয়েছো যে আমার পাশে।

তবু কেমন জানি শুন্যতা এই গোধূলি লগনে।

তোমায় ভালোবাসা ছিল আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ট কাজ,

আর প্রথমটি ছিল তোমায় খুঁজে বের করা,

ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো,

আজ বললাম এবং সারা জীবন বলবো।

মানুষের আসল রূপ তার চেহারায় থাকে না, 

তার হৃদয় আর মনে লুকিয়ে থাকে, যা সহজে দৃষ্টি গোচর হয় না।

প্রকৃতিতে হারিয়ে গেলেই 

নিজেকে খুঁজে পাওয়া যায়।

আঘাত গুলো জমাট বাঁধা। চোখের তলায় ক্ষত।

অবিশ্বাসের বাড়ি ভেঙেই পড়ে। তাসের ঘরের মত।

Bengali Caption For FB

আমার বড় শত্রূ কে জানো?

আমার বড় শত্রূ হলো আমার হৃদয়,

এটা আমার স্পন্দিত হয় শুধু তোমার জন্য।

এবুকে আজও কেবল বর্ষা নামে। আগে ভরসা ছিলি তুই।

মেয়াদ ফুরোতেই তোর মত বদলে যায় সমস্ত ঋতুই।

 মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য।

প্রেম করেছো তুমি আর মনে দিয়েছি আমি,

তবে কেন এতো অভিমান,

তুমি বিনা বাঁচে না আমার এই প্রাণ,

লাভ ইউ জান।

মুখোশে মুখ ঢেকে আমরা বাইরে থেকে খুশি।

ভিতর ভিতর নিয়ম করে হৃদয় খাঁচায় দুঃখ পুষি।

আমরা যেখানেই থাকি না কেন, 

আমাদের বন্ধুরাই আমাদের 

পৃথিবী তৈরি করে।

পারলে অনুভূতি দিয়ে ঠিক করে নিও,

আমার মতো বাতিল হওয়া পুরোনো রেডিও।

 সব সফল ব্যাক্তিদের পুরনো জীবন ছিল দুঃখের,

ভালোবাসা মুখে বলিস,

ভালোবাসা জানিস না,

অন্য মেয়ের সাথে তবে,

করলি কেন আনাগোনা!

attitude caption bangla

Bengali Caption For Instagram

facebook caption bangla
facebook caption bangla

কেউ তোমাকে ভুলে যাওয়ার আগে তুমি তাকে 

ভুলে যাও, তাহলে কষ্ট কম হবে।

বিধি তো সব জানো, জানো মনের কথা,

আজওতো পেলাম না আমার বাম পাঁজরের দেখা।

যে আমায় ভালোবাসে পাশে থাকবে সারাটিক্ষণ।

যে আমায় ভালোবাসবে।

আজ কাল বন্ধুত্ত্ব করতে আর ইচ্ছে করে না,

বোবা অন্ধকারের চেয়েও ঘন হয়ে এলো অবসাদ।

আগে তোমার কাছের মানুষ ছিলাম । এখন বাদ।

এক কোটি বছর আগে জন্মেছিলো তোমার জন্য ভালোবাসা,

এখনো অপেক্ষা করে আছি, তুমি ভালোবাসবে বলে,

তোমাকে ধরতে আসেনি এসেছি ধরা দিতে।

bengali caption

বন্ধুত্ব থেকে ভালোবাসা স্থাপন করা যায়, 

কিন্তু ভালবাসা থেকে বন্ধুত্বে ফিরে আসা যায় না।

সুখ কেনা যায় না বা কারো থেকে ধার নেয়া যায় না । 

সুখ হলো মানুষের অভ্যন্তরীণ একটি প্রতিক্রিয়া ;

সুখী হতে হলে বেশী কিছু লাগে না । 

শুধু একটা সুখী মন হলেই যথেষ্ট ।

যন্ত্রণার কাঠগুলো হাতে নিয়ে আড়ালে,

ভালোবাসা নিভিয়ে তুমি হৃদয় জ্বালালে।

সময় আর ভালোবাসার মধ্যে পার্থক্য হলো

ভালোবাসা মানে কষ্টের সিঁড়ি বেয়ে উপরে ওঠা,

 ভালোবাসা মানে গভীর সাগরের অচিন স্রোতে ভাসা,

ভালোবাসা মানে তোমাকে নিয়ে মিছে স্বপ্ন দেখা!

মাটির বন্ধু মেঘ, মেঘের বন্ধু বৃষ্টি,

বৃষ্টির বন্ধু শ্রাবণ,

যে বাঁচিয়ে রাখে সৃষ্টি,

এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি।

মন যেটা চায় সেটা না পেলেই অসুখী মনে হয়।

Bengali Caption For FB

মাটিতে পুঁতে রাখা যন্ত্রণার ধ্বনি,

তুমি এসে দেখে গেছো। খনন করোনি।

 তোমার মন যতো সহজ সরল হবে লোকে 

তোমাকে ততো বোকা মনে করবে।

প্রশ্ন যেটিই হোক, উত্তর তুমি।

রাস্তা যেটিই হোক, লক্ষ্য তুমি।

কষ্ট যতই হোক, সুখ তুমি।

তোমার সাথে যতই রাগ করি না

কেন, তবুও আমার ভালোবাসা একমাত্র তুমি।

মন থেকে মনে ভালোবাসা পৌঁছাতে চোখে

 দেখার কোনো প্রয়োজন পড়েনা।

পৃথিবীতে আনন্দ এবং দুঃখ এই উভয় অনুভূতি ই বিরাজ করে সমানভাবে। 

একজন যখন কেউ চরম আনন্দ পায়, অন্য জনকে চরম দুঃখ পেতে হয়।

attitude caption bangla

লাভ ইজ বেস্ট যদি করো টেস্ট,

লোভে ইজ বেটার যদি দাও লেটার,

লাভ ইজ বিউটিফুল, যদি হয় সাকসেসফুল,

লাভ ইজ নট মিস যদি করো কিস!

এই পৃথিবীতে একসাথে কখনো সবাইকে সুখী রাখা সম্ভব না । 

কেউ না কেউ অসন্তুষ্ট থাকবেই।

এই পৃথিবীতে এমন কিছু দৃষ্টান্ত আছে যা মন ক্যামেরা ছাড়া আর 

কোনো ক্যামেরাতেই ধরে রাখা যায় না।

বাবু তোমায় ভালোবাসি,

যতদূর আমার পক্ষে থেকে যায়,

তোমার ওই বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে,

দেখতে কি আমায়?

Bengali Caption for Boys

bengali caption
bengali caption

একদিন সব ঠিক হয়ে যাবে,

আর সেইদিনটার জন্যই বেঁচে থাকা ।

নিশিদিন খুঁজে বেড়াও মনের মতো মানুষ

উড়বে বলে আগুন খোঁজে

শান্ত একটা ফানুস ।

মন খুলে যে হাসতে পারে না

সেই পৃথিবীর সবচেয়ে অসুখী ব্যক্তি

তুমি রাত জেগে কি করো?

মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস দেখি

আর লাইক , কমেন্ট react দিয়ে পাশে থাকি ।

Bengali Caption For FB

ভালোবাসার আলোয় রাত আলোকিত

হয় বলেই, হয়তো সূর্য অস্ত যায়।

প্রতিটা Excuse me শব্দের পিছনে

‘এই বাল সামনে থেকে সরে ‘কথাটি

লুকিয়ে থাকে।

প্রেমে পড়ে গেলে পাশে থাকুন

মনে জায়গা নেই ।

সাহস থেকে হারবে কিন্তু সাহস নয় কারণ

চক্রভিউ আমাদের নিজেদের লোকেরাই গঠন করে।

সারাদিন সবাই ভালো থাকার অভিনয় করে যায়

মাঝরাতে সবাই অভিনয়ের কাছে হেরে যায় ।

কিছু কিছু মানুষের কাছে আমি খারাপ

But আমি Mind করি না সবার

Choice তো আর Perfect হয় না!

bengali caption

ভাই , ওই মালটা দেখ যাচ্ছে

উফ ! কি ফিগার

তোর বোন যখন রাস্তায় বের হয়

তখন যদি এই কথাটা কেউ বলে ?

মানুষ নয় , মানসিকতা বদলাও ।

কথা না বললে অহংকারী

বেশি কথা বললে বাচাল

কম কথা বললে ঘ্যাম 

তাহলে করবো টা কি শুনি। 

তুমিও বোঝ , আমিও বুঝি

বুঝেও বুঝি না

তুমিও বলো , আমিও বলি

তবে সোজাসুজি না ।

ডিনার করেছো ?

হ্যা কি খেয়েছো ?

কেন তোদের বাড়িতে রান্না হয়নি ?

লোকের বাড়ির হাড়ির খবর নেয়া কি ধরনের স্বভাব ?

যদি তোমাকে নিয়ে সমালোচনা করে 

তাহলে ভাববে তুমি হলে সেলিব্রিটি

আর তারা হলো তোমার ফ্যান।

ও পাড়ার পাগলিটাও আজ মা হলো

ধর্ষক পুরুষে , ধর্ষিত পুরুষতন্ত্র ।

attitude caption bangla

ভালোবাসাও একটা বাচ্চার মতো

যার চোখ আছে , হাত আছে

অনুভূতি আছে । আছে একটা নামও ,

আর নামটা হলো , আদর ।

সামনে তালি পিছনে গালি দেওয়ার

অভ্যাস গালি আমার নেই,

আমি যা বলার সামনা সামনি বলে দিই। 

হাজারো ভালোবাসার মাঝে

আমার টা হয়তো একটু ফিকে,

যদি সময় হয় তাকিও আমার দিকে ।

তুমিও দেখোনা ফিরে

আমিও লোকাই ব্যথা হেসে ,

আমাদের চাওয়া , পাওয়া বেঁচে আছে

বোবা এস এম এসে ।

Bengali Caption For FB

দুঃখগুলো মুছে দেবো সুরের মূর্ছনায়

সারাটি জনম রেখগো আমায়

তোমার মনের মন পিঞ্জারায় ।

টুকুস করে একদিন Block 

করে দেবো Post দেখে চরিত্র 

বিচার করা বের করে দেবো।

না থাকতে চলে যাও ,

এসো না আর ফিরে ।

তোমায় নাহয় খুঁজে নেবো

মিথ্যে কল্পনার ভিড়ে ।

ভালোবেসেছি , জানো না তুমি

আলতো ‘বিষাদ ছোয়া’

একলা রাতে আমায় কাঁদাক

তোমার স্মৃতির হওয়া ।

চলুন , পৃথিবীকে একটা সুযোগ দিন

আপনাকে আপনার

কাজের জন্য মনে রাখার ..

মাঝে মাঝে নিজের উপর হিংসা হয় 

একটা মানুষ এত Cute কিভাবে হয়। 

অবশেষে তুমি আকাশের চাঁদ হয়েই রইলে

আর আমি ? আমি কথিত সেই বামুন

চাঁদে হাত বাড়াতে বড়াবড়ই যার মানা ।

bengali caption

Dear Ex আজও তোর কথা 

মনে পড়লে ভাবি আমার 

Choice এতটা খারাপ ছিল।

ভালো থাকুক ভালোবাসা

অন্য কারোর ভালোবাসায় ।

জীবনটা এক যুদ্ধক্ষেত্র

চড়াই , উতরাই থাকবেই

সব কিছু পেরিয়ে গেলে

তবে তো জিত আসবেই ।

তুমি ভালোবাসা কিনতে পারবে না

কিন্তু এটার জন্য তোমাকে 

অনেক মূল্য চোকাতে হবে।

প্রতিটা মধ্যবিত্ত ব্যাচেলর অঞ্জন দত্তের

একটা করে বেলা বোস থাকে

যাকে সে মন থেকে চাইলেও

কোনদিনই পায়না ।

যে আমাকে গুরুত্ব দেয়,

তাকেই আমি গুরুত্ব দিই

যে আমাকে গুরুত্ব দেয়না তার 

দিকে ফিরেও তাকাইনা হ্যাঁ এটাই আমি!”

attitude caption bangla

সকলে বরং রঙিন দেখুক

হৃদয়ে থাক না ক্ষত , আগুন দিলেই পুরবো

নাহয় রংমশালের মতো ।

স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের

ঢেউগুলো কিনারে আসতে আসতেই যেমন

বিলীন হয়ে যায়, তেমনি বাস্তবতার সম্মুখীন

হওয়ার ঠিক আগ মুহূর্তেই স্বপ্নগুলো তার অস্তিত্ব হারায়

Bengali Caption for Girls

caption in bengali for girls
caption in bengali for girls

আমি সর্বদা তোমার কোলে শুয়ে থাকতে চায়,

 যেখান থেকে তুমি আমাকে কখনও যেতে দেবে না।

যখন আমি বলি, আমি তোমাকে ভালোবাসি, 

তখন তা আমি অভ্যাসের বশে বলি না, 

তখন আমি তোমাকে মনে করিয়ে দিই 

যে তুমিই আমার জীবন

মনের মাঝে প্রেম

প্রেমের মাঝে জীবন

জীবনের মাঝে আশা

আশার মাঝে ভালবাসা

আর সেই ভালোবাসার মাঝে

শুধুই তুমি

bengali caption

স্বর্গ আমি চাই না, কারণ আমি তোমাকে পেয়েছি। 

স্বপ্ন আমি দেখতে চাই না, কারণ তুমিই আমার স্বপ্ন।

কখনও কখনও প্রেম কঠিন হতে 

পারে। কিন্তু তার জন্য 

সব কিছু করা যেতে পারে।

দুনিয়ার জন্য তুমি একটা সাধারণ মানুষ, 

কিন্তু একটি সাধারণ মানুষের কাছে 

তুমি তার সম্পূর্ণ দুনিয়া।

ইচ্ছে হলে মনে রেখো ভুলে যেও না

মনে পড়লে কথা বলো অভিমান করো না

ভুল হলে ক্ষমা করো রাগ করোনা

দুঃখ পেলে জানিয়ে দিও লুকিয়ে রেখোনা

যখন আমি তোমাকে দেখি তখন আমার

 হৃদয় থেকে একটা কথা বেরিয়ে 

এসে চিৎকার করে বলতে চাই, 

আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না।

Bengali Caption For FB

যতক্ষণ পর্যন্ত না ভালোবাসায় পাগলামো মেশে,

 ততক্ষন ভালোবাসা গভীর হয় না।

চুপি চুপি বলছি তোমায় কাউকে বলো না

এত সুন্দর লাগছে তোমায় হয়না তুলনা

কি সুন্দর ঠোট তোমার কি সুন্দর আঁখি

যে দেখবে সে বলবে আমি তোমায় ভালোবাসি

যখনই আমার Phone এর লাইট জ্বলে ওঠে,

 আমি ভাবি, ইসস এটা যদি তোমার মেসেজ হত।

মা বাবা আমাকে জন্ম দিয়েছে – 

কিন্তু তুমিই সে যে আমাকে বাঁচিয়ে রেখেছো।

ভেঙ্গে দাও সেই প্রতিজ্ঞা যা তুমি করেছ, 

কখনও কখনও আমার কথা তো মনে করতে পারো, 

তোমার কথা না মনে করে থাকতেও পারি না, 

হৃদয়ে তুমি এমনই জায়গা তৈরী করেছ।

attitude caption bangla

মন হারা পাখি আমি

একা একা থাকি

নিরবে বসে শুধু তোমার কথা ভাবি

যারা বেশি কথা বলে, তাদের চুপ 

করানোর জন্য চুম্বন, 

প্রকৃতির দ্বারা সৃষ্ট শ্রেষ্ট উপহার।

কাউকে ভালোবেসে দূরে ঠেলা তো খুব সহজ, 

কাউকে দূর থেকে ভালোবাসো, 

তবে বুজতে পারবে ভালোবাসা কি

রাস্তার ধারে ধান গাছ

লম্বা লম্বা শীষ

তোমায় যদি কাছে পেতাম

খেতাম একটা কিস

তুমি আমাকে ছেড়ে চলে গেছো,… 

কোনো ব্যাপার নয়। কিন্তু আমার 

সামনে কখনও কারো সাথে ঘুরে বেড়িও না

চলো, আমরা জীবনের পথটা 

এক সাথে হেঁটে পার করি।

 চলার পথে তোমার যা যা প্রয়োজন 

হবে আমরা ভাগাভাগি করে নিব।

না কারো মন চাই, না কারো জীবন চাই,

 আমাকে বোঝার জন্য, শুধু একজন সঙ্গী চাই।

বন্ধু তুমি কতদূরে

তোমায় শুধু মনে পড়ে

একটু যদি সময় পাও

মিষ্টি একটা এসএমএস দাও

জানি তুমি অনেক বিজি

চেষ্টা করলে সব ইজি

bengali caption

“প্রেম সম্পর্কে বেশি কিছু আমি জানি না, 

শুধু তুমি সামনে আসলেই আমার 

অনুসন্ধান শেষ হয়ে যায়।

আমাদের জীবনে যে দৃঢ় এবং স্থায়ী খুশী আছে, 

তার জন্য ৯০ শতাংশ প্রেম দায়ী।

একটি গাছে দুটি পায়রা

পায়রা দুটি সাদা

তোমার আমার ভালোবাসা

সাত পাকে বাঁধা

ভালোবেসে সব কিছু চেয়ে নিও, 

রেগে গেলে আমার হাঁসি চেয়ে নিও, 

শুধু একটা কথা কখনও ধোঁকা দিও না, 

তারপর আমার জীবন চেয়ে নিও।

ঈশ্বরের কাছে তোমার খুশি চেয়ে নিচ্ছি, 

প্রার্থনাতে তোমার হাঁসি চেয়ে নিচ্ছি, 

ভাবছি তোমার কাছে কি চাইব, 

তোমার কাছে সারা জীবনের জন্য প্রেম চেয়ে নিচ্ছি।

Bengali Caption For FB

আমি তোমার প্রথম প্রেম, Kiss বা অনুভূতি না হলেও

আমি তোমার শেষের সবকিছু হতে চায়।

যখন আমি তোমাকে প্রথম দেখি

অন্তর থেকে আওয়াজ আসে, ওহ,এই 

তো আমার ভালোবাসা, আমার রাজকুমারী,

যাকে আমি এতো দিন থেকে খুজছিলাম।

attitude caption bangla

ফুল ফুল করো না ফুল আমি দেবনা

ফুল যদি পেতে হয় ভালোবাসা দিতে হয়

ভালোবাসা দিয়ে দাও ফুল তুমি নিয়ে নাও

ফুলনিয়া চলে যাও লাভ ইউ বলে দাও

প্রেম দুজন কেই সরিয়ে তোলে,

যে ভালোবাসা দেয় এবং যে ভালোবাসা পায়।

Attitude Caption Bangla

attitude caption bangla
attitude caption bangla

আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না,

আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই!

খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি ,

কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের

বর্তমান কে হারিয়ে ফেলছি দিন দিন

আমার দয়া আমার 

দুর্বলতার লক্ষণ নয়।

আহত সিংহের নিঃশ্বাস

তার গর্জনের চেয়েও 

বেশি বিপজ্জনক।

নিজের অন্দর মহলের সুন্দরতা খুবই

গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবহন করে

নিজেকে সুন্দর করে তুলতে

bengali caption

Just একটু খানি Smile করে দেখো নিজেকে

আর অন্যকেও সুন্দর লাগতে শুরু করবে।

আমার শহরে প্রচুর রোদ 

আছে,তাই কিছু লোক আমার 

রোদ দেখে হিংসা করে।

শুধু সময় বদলাবে,

আজ তোমার, কাল আমার হবে।

Smile দ্বিতীয় স্থানে থাকা এমন এক জাদু

যেটা তুমি তোমার ঠোঁটের সাথে করতে পারো

প্রেম, অনুগ্রহ, ঘৃণা, শত্রুতা 

যা খুশি করো আমার সাথে,

আমি শপথ করছি 

তুমি যেটাই করো দ্বিগুণ পাবে।

Bengali Caption For FB

আমি জানি আমি দুর্দান্ত,

তাই আমি আপনার মতামত

সম্পর্কে কোন চিন্তা করি না।

সিংহের মতো আতঙ্ক সৃষ্টি কর, 

নইলে কুকুরও জানে বৃথা ভয় 

দেখাতে।

সব নিয়ন্ত্রণকে গুড়িয়ে দাও , দাঁড়িয়ে থাকো

সবার থেকে পৃথক ভাবে , নিজের মস্তিষ্কের নয়

শুধু গুরুত্ব দাও নিজের মনকে

ভাই আমাকে নিয়ে বিচার করার আগে নিজেকে

আয়নায় একবার অন্তত দেখ ,

দেখবি নিজেকে নিয়ে বিচার করতে ইচ্ছা করবে

আপনি আমাকে বিচার করার আগে, 

নিশ্চিত করুন যে আপনি নিখুঁত।

আমার dp দেখে লুচির মতো ফুলবি নাকি মোমের মতো গোলবি

জানিনা তবে আমি sure আফসোস একবার হলেও করবি

আমি কখনই হারি না। 

হয় আমি জিতব না হয় শিখব।

বিনা কারনে চলে গেলে 

অজুহাত দিয়ে ফিরে এসো না।

সাবধান সবাই যদি বেশি দেখো

আমার DP বৃদ্ধ পাবে তোমার BP.

আমি কথা শেষ করি না,

গল্প শেষ করি। 

আমার EGO নেই….. কিন্তু

শেষ MESSAGE যদি আমার হয়

তাহলে আমি আর MESSAGE দেবো না!

সঠিককে সঠিক আর ভুলকে ভুল 

বলার সাহস আছে।

তাই আজকাল সম্পর্ক কম রাখি।

attitude caption bangla

সময়ে ঠিক বুঝিয়ে দেবে সীমা,

কিছু পুকুর নিজেদেরকে 

মনে করছে সাগর।

আমি খুশি কারণ তুই আমার বোন/দিদি

আমার পৈচাশিক আনন্দ হয়

কারণ তুই এই বিষয় নিয়ে কিছুই করতে পারবিনা

সাধারণ হতে পারি কিন্তু সস্তা নই;

কারো চয়েজ হতে পারি কিন্তু অপশন নই।

যে আমাকে বুঝতে পারেনি,

তার অধিকার আছে 

আমাকে খারাপ ভাবার। 

কাঁচের টুকরোগুলোও সূর্যের 

আলোতে জ্বলে,

কিন্তু অন্ধকারে হীরাকে 

চিহ্নিত করা যায়।

আমি অনেক ভদ্র আর শান্তশিষ্ট,

শুধুমাত্র সাক্ষীর অভাবে 

প্রমান করতে পারছি না।

আমি ভালো থাকলে ভালো 

থাকতে দাও,

খারাপ হলে সইবার ক্ষমতা 

তোমার নেই।

আমি স্বার্থপর নই! শুধু তাদের থেকে 

দুরে সরে যাই যাদের কাছে 

আমার কোনো মূল্য নেই!

bengali caption

একবার আয়নার দিকে তাকিয়ে দেখো

তুমি তোমার প্রতিদ্বন্দ্বীকে দেখতে পাবে

স্ট্যাটাস দেখে যদি বন্ধুত্ব করতাম

তাহলে তুমি আমার আশেপাশেও

থাকতে না।

কারো কাছে ভালো

কারও কাছে খারাপ

যার মানসিকর্তা যেমন

তার কাছে আমি তেমন!

কিছু মানুষ হয় চপ্পলের মত,

তারা সাপোর্ট দেয় কিন্তু 

পেছন থেকে কাদা ছুঁড়তে থাকে।

আমার পিছনে তারই কথা বলে

যারা আমার সামনে কথা

বলার সাহস পায়না

কি অদ্ভুত তাইনা ?

প্রেমও তার সাথেই হয়

যে আমাদের কপালে নেই ।

নিজের Ex কেও সবাই মনে করে 

Teacher’s Day Wish করে দিও

শিক্ষা তো সেও কম কিছু দেয়নি।

কারো কাছে ভালো কারও কাছে 

খারাপ, যার মানসিকর্তা যেমন 

তার কাছে আমি তেমন!

এমনিতে আমার মনটা অনেক বড়ো

কিন্তু কিছু লোকের যোগ্যতা নেই 

আমার মনে জায়গা পাবার।

আমি যা বলি তার জন্য আমি দায়ী, 

আপনি যা বোঝেন তার জন্য নয়।

যারা আমায় নিয়ে সমালোচনা করে

তাদের আমার খুব ভালো লাগে

কারণ তারা নিজের কথা কম 

আর আমার কথা বেশি ভাবে। 

আচ্ছা ,প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি ?

কাউকে দেখে ভালোলাগা টা হলো প্রেম

আর তাকে ভুলতে না পারাটা হলো ভালোবাসা

Sad Caption in Bengali

bangla caption for facebook
bangla caption for facebook

বিবেকের চেয়ে বড় আদালত এ পৃথিবীতে কিছু নেই

অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে

শুধু সময়ের অপেক্ষা।

কিরে এখনো ওকে ভালবাসিস?

এখনো ভালোবাসি কিনা জানিনা তবে

ওকে ভালোবাসার পর অন্য কাউকে

ভালোবাসার ইচ্ছেটাই মরে গেছে।

কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয়,

তা তুমি সেদিনই বুঝবে যেদিন,

তোমাকেও কেউ অবহেলা করবে।

Bengali Caption For FB

কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে

সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে

এটাই বাস্তব।

পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে বুঝে নিও

সে তোমাকে তার জীবনের চাইতে বেশী ভালবাসে কারণ

সে তোমার ভালোবাসার কাউকে দিতে চাই না।

জীবনে যতই তুমি ভালো কাজ করো না কেন

কারো না কারো কাছে তুমি খারাপ হবেই।

ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেলো না

ব্যর্থ তো সেই যে

ভালোবাসা পেয়েও সেটা ধরে রাখতে পারল না।

বিশ্বাস তো শুধু তাকেই করা যায়

যে বিশ্বাস এর যোগ্য হয়

তাকে কি করে বিশ্বাস করবো

যে বিশ্বাস এর যোগ্যই নয়

মূর্খ তুমি না,

মূর্খ তারাই যারা,

একদিন বলেছিল তোমাকে ছেড়ে যাবে না।

আজ আর মনে পড়ে না তোমার ওই কথা

আজ জীবনে খুশি আছি, ভুলে পুরোনো সব ব্যাথা

আর কোনো দিন ফিরে যাবো না পুরোনো সেই জীবনে

নতুন করে চিনতে পেরেছি আজ আমি নিজেকে

যদি পারেন কারো সুখের কারণ হয়ে দেখান,

দুঃখের কারণ না হয়ে।

attitude caption bangla

মন থেকে কথা বলার আর

মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য।

কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ

আপন মানুষগুলো ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়।

প্রথমে কষ্ট হলেও এখন একা একাই পথ চলতে শিখে গেছি,

আর কাউকে হাত ধরার প্রয়োজন হয় না।

bengali caption

জানি সবাই বদলে গেলেও তুমি কখনো বদলে যাবে না

জানি সবাই ভুল বুঝলেও তুমি কখনো আমাকে ভুল বুঝবে না

এতোটা বিশ্বাস করতাম আমি তোমাকে

তবে কেনো ভুল বুঝে ছেরে গেলে আমাকে

 বিশ্বাস একটি ইরেজারের মতো,

এটি প্রতিটি ভুলের পরে ছোট এবং ছোট হয়ে যায়।

সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই যখন

প্রিয় মানুষটি মিথ্যা বলার শুরু করে।

জীবনে সুযোগ তারাই পায়

যারা সুযোগ এর মানেটা বোঝে

তারা কি করে সুযোগ পাবে

যারা সুযোগ এর মানেটাই বোঝে না

যদি কখনো মনে পড়ে, দিও একবার দেখা

তোমায় আমি আগলে রাখবো ছেড়ে যাবো না একা

যদি কখনো ভালোবাসো, একবার বলে দাও

ভালোবেসে আমার মনটা নিয়ে নাও

সময় শক্তিশালী তাই সময়ের অপেক্ষা করো

একদিন তোমারও ঠিক সময় আসবে।

খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়

কিন্তু বেশি টাকার নোটে কোন শব্দ হয় না

তাই সকলকে তোমার মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো

সময় তোমার মূল্য সবাইকে ডেকে বুঝিয়ে দেবে।

Bengali Caption For FB

কিছু ভালোবাসার মানুষকে যেমন ভোলা যায় না,

তেমন কিছু কষ্ট কাউকে বোঝানো যায় না।

মন পাখি একা একা কাঁদে সারাবেলা

মন পাখির মন নিয়ে করে সবাই খেলা

মন পাখির মন হারিয়ে,  হয়ে গেছে একা

মন পাখির মনের জানালায় দিলো না কেউ দেখা

রেগে যাওয়ার আগে একবার ভাবুন কারণ

প্রতিটি রাগে আমাদের জীবন থেকে মূল্যবান কিছু কেড়ে নেয়।

আজ জানিনা তুমি কোথায় আছো

চাইলেও হয়তো তোমাকে খুঁজে পাবো না

যেখানেই থাকো না কেনো খুশি থাকো

আর কোনো দিন তোমার কাছে যাবো না

যাকে হারানোর সবচাইতে বেশি বেশি ভয় পায়,

সেই সবার আগে হারিয়ে যায়।

আজকের নতুন জীবনে সব কিছুই নতুন

পুরোনো সব স্মৃতি ভুলে গেছি

আজ ভুলে গেছি তোমাকে

খুঁজে পেয়েছি নতুন করে নিজেকে

কখনো কখনো নিজেকে চেনার জন্য

একা থাকাই প্রয়োজন।

দিন যায়, দিন আসে, সময় বদলে যায়

অবুঝ পাখি বসে থাকে পুরোনো দিনের আসায়

সময়ের স্রোতে ভেসে যায় কতো স্বপ্ন কতো আসা

পাখির মন ভুলতে পারেনা পুরোনো দিনের ভালোবাসা

কারো সাথে খারাপ ব্যবহার কোরো না

কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার 

মতো তাকে আর খুঁজে পাবেনা।

attitude caption bangla

জীবন টা আমারই আছে

মনটা শুধু তোমার হয়ে গিয়েছিল

মনকে কি করে বোঝাবো

মন আজও তোমাকেই চায়

অবহেলা পেতে পেতে আজ এতটাই অবহেলিত যে

নিজেই নিজের কাছে নিজে হেরে গেছি।

যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায়

তখন মানুষ কাঁদেনা চুপ হয়ে যায়।

তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো

নাকি এটা তোমার অভিনয়

তুমি কি সত্যি আমাকে কোনো দিনো ভালোবেসেছিলে

নাকি মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ছিলে

শহরটা আগের মতোই আছে শুধু বদলে গিয়েছে ,

আমার তুমিটা।

এই পৃথিবীতে আমি কি শুধু একা

যাকে আপন করে নিতে চাই

সেই ভুল বুঝে চলে যায়

আমায় দেয়না কেউ দেখা

 সম্পর্ক কখনো কখনো এমন ভাবে বদলে যায় যে

যার সাথে সব কথা শেয়ার করা যেত

তাকে কেমন আছো তা পর্যন্ত জিজ্ঞাসা করা যায় না।

সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়

আজ আমিও পাল্টে গেছি

সময় সবাই কে পাল্টে যেতে বাধ্য করে

আজ সময় আমাকেও বাধ্য করেছে নিজেকে পাল্টাতে

Check More Best Latest POST👇

Bangla Sad Caption

Love Captions Bangla

Attitude Caption Bangla

Leave a Comment