Bangla Sad Caption: আমাদের বাংলা দুঃখের ক্যাপশন, বাংলায় দুঃখের ক্যাপশন দিয়ে আপনার দুঃখিত হৃদয়ের অনুভূতি প্রকাশ করুন। দুঃখ একটি স্বাভাবিক মানবিক আবেগ। অন্যান্য আবেগের মতো, দু: খিত অনুভূতি আসে এবং যায়। কাউকে ভুলে যাওয়া কঠিন, বিচ্ছেদের যন্ত্রণা অসহ্য।

Contents
Bangla Sad Caption
কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে,
তুমি তাকে আর কাঁদাতে পারবে না ।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা
যদি কখনো মনে পড়ে, দিও একবার দেখা
তোমায় আমি আগলে রাখবো ছেড়ে যাবো না একা
যদি কখনো ভালোবাসো, একবার বলে দাও
ভালোবেসে আমার মনটা নিয়ে নাও
বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে
কি বলেছে ভালবাসলে তাকেই পেতে হবে।
কাউকে নিজের দুর্বলতা বুঝতে দেওয়া উচিত নয়
দুর্বলতা বুঝতে দেওয়া মানে নিজেকে দুর্বল
করার অস্ত্রটা তার হাতে তুলে ধরা।
বন্ধুত্বের পরে ভালোবাসা সম্ভব ,
কিন্তু ভালোবাসার পর বন্ধুত্ব সম্ভব নয় ।
Bangla sad caption
মন পাখি একা একা কাঁদে সারাবেলা
মন পাখির মন নিয়ে করে সবাই খেলা
মন পাখির মন হারিয়ে, হয়ে গেছে একা
মন পাখির মনের জানালায় দিলো না কেউ দেখা
মানুষ তখনই কাঁদে ,
যখন তার মনের সঙ্গে লড়াই করে
হেরে যায় ।
যন্ত্রণা ও ত্যাগ ছাড়া
সফল হতে পারবেন না।
কথা দিয়ে তুমি কথা রাখলে না
দিয়ে গেলে আমায় অশ্রু ভরা যন্ত্রণা।
দিন যায়, দিন আসে, সময় বদলে যায়
অবুঝ পাখি বসে থাকে পুরোনো দিনের আসায়
সময়ের স্রোতে ভেসে যায় কতো স্বপ্ন কতো আসা
পাখির মন ভুলতে পারেনা পুরোনো দিনের ভালোবাসা
বলা হয়নি অনেক কথা মনেই থাকুক তবে
কে বলেছে ভালবাসলে তাকেই পেতে হবে।
বৃষ্টি তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না
আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভাগ বইতে পারেনা।
কোন একজনের থাকা খুবই দরকার ,
যাকে দিনশেষে সব কিছু বলা যায় ।
আমার শহরের প্রতিটি কণা তোমার স্পর্শ গড়া
আর তোমার শহরে আজ আমি ভিনদেশী এক তারা।
এই পৃথিবীতে আমি কি শুধু একা
যাকে আপন করে নিতে চাই
সেই ভুল বুঝে চলে যায়
আমায় দেয়না কেউ দেখা
কখনও কখনও ব্যথা আপনাকে আরও
শক্তিশালী হতে সাহায্য করে।
bengali sad caption
হেসেই না হয় মুক্তির দিলাম,কেঁদে আর পেলাম কই
যতই বলি তুমি আমার,আমি তো আর তোমার নই।
ভাগ্যের কাছে নয় ,
হেরে গেছি বিশ্বাসের কাছে ।
সম্পর্ক তখনই শেষ হয়ে যায় যখন
একজন অতিরিক্ত ভালোবাসা
অন্যজনের কাছে বোঝা হয়ে দাঁড়ায়।
আপনার সুখ কখনো রাখবেন না
অন্য কারো হাতে।
Bengali Sad Caption for FB

জানি সবাই বদলে গেলেও তুমি কখনো বদলে যাবে না
জানি সবাই ভুল বুঝলেও তুমি কখনো আমাকে ভুল বুঝবে না
এতোটা বিশ্বাস করতাম আমি তোমাকে
তবে কেনো ভুল বুঝে ছেরে গেলে আমাকে
ব্যর্থতা আমাকে শক্তি দিয়েছে।
ব্যথা দিয়েছে আমার প্রেরণা।
সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি
যখন আমি চলে গেলাম এবং
আপনি আমাকে যেতে দিন।
কেউ চায়না কাউকে ভুলতে
কিন্তু সময় ভুলিয়ে দেয় ,
কেউ চায়না কাউকে হারাতে
কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় ।
এ শহরে বোঝার মানুষের
থেকে ভুল বোঝার মানুষ বেশি।
আজকের নতুন জীবনে সব কিছুই নতুন
পুরোনো সব স্মৃতি ভুলে গেছি
আজ ভুলে গেছি তোমাকে
খুঁজে পেয়েছি নতুন করে নিজেকে
নীরবতা সবচেয়ে বেশি
শক্তিশালী চিৎকার।
শুনেছি আমার বিদায়ের সময় হয়েছে
নতুন কেউ তোমার দায়িত্ব নিয়েছে ।
Bangla sad caption
জীবনের মূল্যটা সেই দিনই বুঝেছিলাম যেদিন
দেখলাম হাত বাড়ালেই সবকিছু পাওয়া যায় না
তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়।
আমি কখনো একা বোধ করি না কারণ
একাকিত্ব সবসময় আমার সাথে থাকে।
Short Bangla Sad Caption

সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়
আজ আমিও পাল্টে গেছি
সময় সবাই কে পাল্টে যেতে বাধ্য করে
আজ সময় আমাকেও বাধ্য করেছে নিজেকে পাল্টাতে
তোমার ভালবাসার ক্ষমতা যত বেশি,
আপনার যন্ত্রণা অনুভব করার ক্ষমতা ততো বেশি।
কিছু গল্প কখনো শেষ হয়না
আমার তোমার মতই
অসমাপ্ত রয়ে যায়।
কখনো কি ওয়াশরুমের দরজা
বন্ধ করে কেঁদেছেন ?
তারপর মুখ ধুয়ে এমন ভাবে বেরিয়ে এসেছেন
যেন কিছুই হয়নি ।
কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে
যদি সেখানে ভালোবাসাই না থাকে।
তুমি আমার সেই গল্প যাতে আমি
কোনদিন হারাতে চাইনি
কিন্তু তাও হারিয়ে ফেলেছি।
তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো
নাকি এটা তোমার অভিনয়
তুমি কি সত্যি আমাকে কোনো দিনো ভালোবেসেছিলে
নাকি মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ছিলে
কান্না আসে হৃদয় থেকে
মস্তিষ্ক থেকে নয়।
bengali sad caption
আমরা তাদেরকেই চাই ,
যাদের মনে আমাদের জন্য জায়গা নেই ।
একদিন অনেকগুলো অভিযোগ লিখে
হারিয়ে যাবো দূরে কোথাও।
তাকে ভুলে যাওয়া কঠিন যে আপনাকে
অনেক বেশি মনে রাখে।
জীবন টা আমারই আছে
মনটা শুধু তোমার হয়ে গিয়েছিল
মনকে কি করে বোঝাবো
মন আজও তোমাকেই চায়
কান্না দেখায় না যে আপনি দুর্বল কিন্তু এটি
দেখায় যে আপনি শক্তিশালী হচ্ছেন।
Bangla Sad Caption for Facebook

ছোট ছিলাম , সব ভুলে যেতাম
সবাই বলতো
“মনে রাখতে শেখো “
বড়ো হলাম , কিছু ভুলিনা এখন
কিন্তু দুনিয়া বলছে
“ভুলে যেতে শেখো “
ভালোবাসা না পাওয়া বেদনার,
কিন্তু ভালোবাসতে না পারাটা অনেক বেশি দুঃখজনক।
যদি পারেন কারো সুখের কারণ হয়ে দেখান,
দুঃখের কারণ না হয়ে।
আজ জানিনা তুমি কোথায় আছো
চাইলেও হয়তো তোমাকে খুঁজে পাবো না
যেখানেই থাকো না কেনো খুশি থাকো
আর কোনো দিন তোমার কাছে যাবো না
bengali sad caption
সে আমার সাথে আছে কারণ
তার আমার টাকা দরকার,
আমার ভালবাসা নয়।
সব মৃত্যু দেহের হয় না ,
কিছু মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় ।
অতীতকে ভুলে থাকার একমাত্র উপায় হচ্ছে
বর্তমানকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে।
চোখ খুলুন, ভিতরে দেখুন।
আপনি যে জীবন যাপন করছেন
তাতে আপনি কি সন্তুষ্ট?
জীবনে সুযোগ তারাই পায়
যারা সুযোগ এর মানেটা বোঝে
তারা কি করে সুযোগ পাবে
যারা সুযোগ এর মানেটাই বোঝে না
জল যেমন ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায়
মন তেমন কষ্ট পেতে পেতে একটা সময় পাথর হয়ে যায়।
সত্যি তো এটাই ,
যে হৃদয়ে থাকে , সে ভাগ্যে থাকে না
যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও,
তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না।
একা ছিলাম একাই আছি একাই আমি থাকবো
তোমার স্মৃতি সারা জীবন বুকে করে রাখবো।
Bangla sad caption
ভুল ব্যক্তি আপনি যা চাইবে তা কখনই দেবে না,
তবে তারা নিশ্চিত করবে যে তারা আপনার
কাছ থেকে যা চায় তা পাবে।
কে বলেছে ছেলেরা কাঁদে না
কে বলেছে ছেলেরা কষ্ট পায় না
মানুষ বলতেই সবার কষ্ট হয়
সেই কষ্টে সবাই কাঁদে
আমিও তো একটা মানুষ
শহরটা আগের মতোই
আছে শুধু বদলে গিয়েছে ,
আমার তুমিটা।
কাউকে কখনই অগ্রাধিকার
দেবেন না যখন আপনি
তাদের কাছেই একটি বিকল্প।
Sad Caption for FB in Bengali

মানুষ চিনতে ভুল করেছি এখন মনে হয়
যাকে আমি আপন ভাবতাম সে তো আমার নয়।
ঠিক ততটাই ভালো থেকো ,
যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না
যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায়
তখন মানুষ কাঁদেনা চুপ হয়ে যায়।
Bangla sad caption
হয়তো তোমায় ভালোবেসে করেছিলাম ভুল
তাইতো এখন দিচ্ছিস সেই ভুলের মাশুল।
আমার কি ভুল ছিলো একবার আমায় বলবে
যার জন্য এতো বড়ো শাস্তি দিচ্ছ আমাকে
আজ ও তুমি চিনতে পারলে না নিজেকে
তবে আমাকে তুমি কি করে চিনবে
নিজেকে নিজের যত্ন নেওয়া শিখুন কারণ
এই দুনিয়ায় কিছু সময় আপনাকে একাই থাকতে হবে।
যদিও তুমি হয়ে গেছো আমার পর
তবুও মিস করবো তোমায় জীবন ভর ।
কখনো কখনো নিজেকে চেনার জন্য
একা থাকাই প্রয়োজন।
ভালো না থাকলেও
সবাইকে ভালো আছি বলতে হয় ..
আপনি যদি কখনও ভুল ব্যক্তিকে ছেড়ে না দেন
তবে আপনি কখনই সঠিক ব্যক্তিকে খুঁজে পাবেন না।
আজ আর মনে পড়ে না তোমার ওই কথা
আজ জীবনে খুশি আছি, ভুলে পুরোনো সব ব্যাথা
আর কোনো দিন ফিরে যাবো না পুরোনো সেই জীবনে
নতুন করে চিনতে পেরেছি আজ আমি নিজেকে
সময় শক্তিশালী তাই সময়ের অপেক্ষা করো
একদিন তোমারও ঠিক সময় আসবে।
দুঃখ আমার প্রথম জীবন দুঃখ আমার শেষ
তুমি শুধু ভালো থেকো সুখে থাকো বেশ।
মানুষ আপনার সাফল্য দেখবে কিন্তু তারা
আপনার সংগ্রাম দেখতে পাবে না।
যে আমার কান্নার কারণ খুঁজে না ,
সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না ।
Bangla sad caption
তাকে বাধ্য করো না কথা বলার জন্য
ব্যস্ত থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো
স্বপ্ন সব নিয়ে গেল জীবন এলো মেলো হলো
মিথ্যে স্বপ্ন দেখেছিলাম আজকে তা বুঝতে পারলাম।
প্রথমে কষ্ট হলেও এখন একা একাই পথ চলতে শিখে গেছি,
আর কাউকে হাত ধরার প্রয়োজন হয় না।
শরীরে আমি বেঁচে আছি
স্মৃতিতে ধরেছে ক্ষয় ,
মনকেও আজ মানিয়ে নিয়েছি
আসলে মানিয়ে নিতে হয় ।
হারানোর ভয় তো সেই বেশি পায়
যে সত্যিকারে ভালোবাসে।
একদিন কোথাও হারিয়ে যাব আমায় খুঁজে পাবে না
দেখে নিও আমায় ছাড়া তুমি খুশি হবে না।
বিশ্বাস তো শুধু তাকেই করা যায়
যে বিশ্বাস এর যোগ্য হয়
তাকে কি করে বিশ্বাস করবো
যে বিশ্বাস এর যোগ্যই নয়
Sad Caption for Profile Picture Bangla

বলার ছিল অনেক কথা বলা হল না
মনে ছিল অনেক ব্যথা কেউ বুঝলো না।
মূর্খ তুমি না, মূর্খ তারাই যারা,
একদিন বলেছিল তোমাকে ছেড়ে যাবে না।
এই শহরে বাঁচতে হলে ,
পাক্কা অভিনয় জানতে হয় ।
স্বপ্ন তো সবাই দেখে সত্যি কটা হয়
ভালো তো সবাই বাসে ভালোবাসাপূর্ণ কটা হয়।
মাঝে মাঝে একা থাকা ভালো
কেউ আপনাকে আঘাত করতে পারে না।
আমার এই মনটা শুধু তোমার কাছেই থাকে
যত্ন করে রেখে দিও ফেলে দিও না ফাঁকে।
কথা যদি রাখতে পারো , তবেই কথা দাও
কারোর সাথে কথা রাখার মিথ্যে
অভিনয়টা না করাই ভালো ।
আজ আর স্বপ্ন দেখি না কাউকে ভালোবাসি না
পাল্টে গেছি কারণ নতুন করে বাঁচতে শিখেছি।
জীবনে যতই তুমি ভালো কাজ করো না কেন
কারো না কারো কাছে তুমি খারাপ হবেই।
একা থাকাই ভালো অন্তত কষ্ট
দেওয়ার মতো কেউ থাকবে না
আমায় ছেড়ে চলে গেছে মন থেকে ভুলে গেছো
তাতেও কোন দোষ ছিলনা কিন্তু কেন করলে এত ছলনা।
মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেয়া গেলেও
মাঝে মাঝে , চোখের জল সব গল্প বুঝিয়ে দেয় ।
আমার জগৎ শূন্য ভীষণ নীরবতার দেশ
আমার মতো করে আমি সেখানে একলা থাকি বেশ।
মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়
যখন আপন পর হয়ে যায় অথবা স্বপ্নভঙ্গ হয়
তখন বুকের চাপা কস্ট গুলি চোঁখ দিয়ে অস্রু হয়ে ঝড়ে পড়ে।
তুমি তোমার ভালো নিয়ে বিখ্যাত থেকো
আমি খুব খারাপ আমার থেকে দূরে থেকো।
কারও সাথে অসন্তুষ্ট হওয়ার
চেয়ে একা সুখী হওয়া ভাল।
নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়
কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।
আমাকে ভালোবাসার নামে দিয়েছো যা কষ্ট
আমার মতো অন্য কারোর জীবনটা করোনা নষ্ট।
আমি নিরবে তাকে আমার
থেকে দূরে যেতে দেখেছি ।
মাঝরাতের বোবা কান্না আর চোখের
জল কখনো মিথ্যা হয় না।
প্রেমের খেলায় পরাজিত আমি তোমার মুখে বিজয় হাসি
তোমার হাতে সুখের শাখা আমি বাজাই বেদনার বাঁশি।
Check More Best Latest POST👇